মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের অন্তর্গত ছোট হরিপুর সাকিনস্থ মোঃ সুরুজ মিয়ার চাউলের
মিলের সামনে বাগড়া টু কুমিল্লা গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০কেজি গাঁজা ও ১টি এক্স রংয়ের ফিল্ডার টয়োটা প্রাইভেটকার গাড়ী আটক করেন পুলিশ।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার নির্দেশে ৯ সেপ্টেম্বর সকাল ৬ টায় বাগড়া টু কুমিল্লা সড়কের বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের অন্তর্গত ছোট হরিপুর সাকিনস্থ মোঃ সুরুজ মিয়ার চাউলের
মিলের সামনে কুমিল্লা গামী একটি প্রাইভেটকারের চালক পুলিশের উপস্থিতি টের পাইয়া গাড়ী থামাইয়া গাড়ী হইতে নামিয়া দৌড়াইয়া পালিয়ে গেলে বুড়িচং থানার এস আই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে প্রাইভেটকার তল্লাশী করিয়া গাড়ীর পিছনের ব্যাক ডালার ভিতর এবং পিছনের সিটের উপর খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো ২০টি পোটলা পাওয়া যায়।
প্রতিটি পোটলায় ০২ কেজি ৫০০ গ্রাম করে ৫০ কেজি গাঁজা এবং একটি বু রংয়ের এক্স ফিল্ডার টয়োটা প্রাইভেটকার, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৭-৯৩৭৩,
যায় অণুমান মূল্য ১৫,০০,০০০/-(পনের লক্ষ) টাকা।
এই বিষয় গাড়ী ড্রাইভার পিরোজপুর জেলার নাজিরপুর,উপজেলার – বাইজুরা (সিকদার বাড়ী)আনোয়ার সিকদারে ছেলে ফাইজুল ইসলাম (৪১)এর বিরুদ্ধে ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ রুজু করা হয়।বুড়িচং থানার মামলা নং৯।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics