Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগর হরিপুরে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ১২নং হরিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার ৯ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ৪ ঘটিকায় হরিপুর ইউনিয়নের হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। পরে হরিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ দুলন খাঁন (লিটন) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রয়েল ফারুক। সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এডঃ মোজাম্মেল হক চৌধুরী (কিশোর) এর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া। প্রধান বক্তা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেব। সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে মিছিল ও ফেস্টুন সহকারে পছন্দের প্রার্থীকে নিয়ে উপস্থিত হয়েছে।

Daily Frontier News