Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে ৮ সেপ্টেম্বর, শুক্রবার বাদ আছর কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে সুন্নী ফাউন্ডেশনের মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা কাজী মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুন্নী ফাউন্ডেশনের পক্ষে এ.কে. এম সাফিউল আলম রানা, মাওঃ মোঃ আবুল হাশেম, গাউছিয়া কমিটির পক্ষে মাওঃ মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া, হাফেজ মাওঃ শেখ শাহজাহান সারওয়ার,শাহপুর দরবার শরীফের পক্ষে মাওঃ মোঃ মুমিনুল ইসলাম, দরবারে বারিয়া শরীফের পক্ষে মাওঃ মোঃ মোতাহের হোসেন, কালিকাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কাজী মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল কাদের মোল্লা, মোঃ গোলাম হাসান,মৌলভী মোঃ আনোয়ার হোসেন, হাফেজ মোঃ মোশারফ হোসেন, আনন্দপুর পশ্চিমপাড়া সালাম শাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউসুফ রেজা, মোঃ ফজলুর রহমান সাবেক মেম্বার, মোঃ সহিদুল ইসলাম, মোঃ ইব্রাহীম খলিল বাবুল, মোঃ সাইদুর রহমান মিন্টু, মোঃ আবদুস সালাম, মোঃ মিজানুর রহমান, মোঃ বাবুল মিয়া ও মোঃ তোফায়েল আহমেদ । সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়,আসন্ন মাহে রবিউল আউয়াল মাস ও ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: সারা দেশের ন্যায় বুড়িচং উপজেলায় ঐক্যবদ্ধভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হবে।এসব কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের তরিকতপন্থী সুন্নি মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Daily Frontier News