আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধিঃ-
গাজীপুরের পুলিশ সুপার ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রীর এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইনে ১০০ দু:স্থের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গাজীপুর পুনাক সভানেত্রীর জিনিয়া ফারজানার সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী বলেন, গত বছরের এই দিনে গাজীপুরের পুলিশ সুপার এ জেলায় যোগদান করেন। এ দিনটিকে স্মরনীয় রাখতেই দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাকি সময়ও আমরা যেন এভাবে ভালো কাজে সকলকে সহযোগিতা করতে পারি, এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
গাজীপুরের পুলিশ সুপার বলেন, আমি সোজা পথে চলতে এবং সোজা কথা বলতে ভালোবাসি। আমি গাজীপুরবাসীর জন্য পুলিশ বিভাগের বাইরেও মানবিক ও সামাজিক কাজগুলো করতে চাই। এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত প্রতি দু:স্থ্ নর-নারীকে ৮কেজি চাল, ১ কেজি তেল, ১কেজি ডাল, ১কেজি লবণ, ১কেজি চিনি, ১কেজি আলু, ১কেজি পিয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেজ এবং অনুষ্ঠানে যাতায়াতের জন্য ভাড়ার টাকা করে প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ, মোঃ ছানোয়ার হোসেন, জিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নন্দিতা মালাকার, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিব খান, মোঃ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আজমীর হোসেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics