Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ দুইজন গ্রেপ্তার 

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

.      জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা কর্মরত জনাব এসআই মেহেদী হাসান এর নেতৃত্বে  এএসআই লিটন মিয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে,৩ই সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ সকাল প্রায় ০৯.৩০ ঘটিকার সময়  বিজয়নগর থানাধীন ৩নং ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সাকিনস্থ আড়িয়াল বাজারের উত্তর পাশে চান্দুরা টু চম্পকনগর গামী পাকা সড়কের ব্রীজ এর উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ।

.     আসামী (ক) রায়হান (২৪), পিতা-আয়াত আলী, মাতা-সামছুন্নাহার, সাং-মনিপুর, বর্তমানে সাং-আদমপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া,

.     (খ) আয়েশা আক্তার লিপি প্রকাশ জান্নাত (১৮), পিতা-মৃত বাহার মিয়া, মাতা-আছমা বেগম,সাং-বিদেশশ্বর, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে সাং-আদমপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়ের দখল ও হেফাজত হইতে ০৮ কেজি গাঁজা উদ্ধার করতঃ আসামীদ্বয়কে গ্রেফতার করে।

.      এ বিষয়ে বিজয়নগর থানা কর্মরত জনাব এস আই মেহেদী হাসান,মিডিয়া  প্রতিনিধিকে জানান,আসামিদ্ধয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার অজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। কোর্টে হাজতে আসামিদ্ধয় সোপর্দ করা হয় ।

Daily Frontier News