নবীগঞ্জ প্রতিনিধি:-
বিশিষ্ট সাংবাদিক, লেখক, কবি, গবেষক ছিলেন নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা মরহুম আব্দুল মন্নাফ। শনিবার (২ সেপ্টেম্বর) মরহুম আব্দুল মন্নাফের ১৮তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। এ কর্মসূচীতে ছিলো কোরআন খতম, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা। মরহুমের বাসভবন, স্থানীয় মসজিদ ও মাদ্রাসায়ও এসব কর্মসূচী পালিত হয়েছে।
মরহুম আব্দুল মন্নাফ নবীগঞ্জ উপজেলা জাসদের প্রতিষ্টাতা সভাপতি, নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মোতায়ল্লী, নবীগঞ্জ ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি লন্ডনে মুক্তিযোদ্ধের সংগঠকের দায়িত্বও পালন করেছিলেন। তিনি দৈনিক সিলেট মিরর পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি, দৈনিক প্রতিদিনের বাণী ও দৈনিক শায়েস্তাগঞ্জের বিশেষ প্রতিনিধি সহ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠুর পিতা। এ ব্যাপারে সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু’র সাথে কথা হলে তিনি বলেন, দেশ-বিদেশের সকল শ্রেণি পেশার লোকজনের কাছে আমার একটাই চাওয়া- আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। সকলের কাছে এই কামনাই করছি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics