Daily Frontier News
Daily Frontier News

পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

মোঃওমর ফারুক
পটুয়াখালী প্রতিনিধি ঃ

পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত।
আজ ০৫ জুন রবিবার সকাল ১০ টায় স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আয়োজনে শহরে এক বর্ণাঢ্য র্্যালী করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্্যালী শেষ করে। র্্যালী শেষে জেলা প্রশাসকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় ” একটাই পৃথিবী; প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” দিবসের এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী সাইফুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক এ কে এম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল আহমেদ। সভাশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারটি গ্রুপে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।

Daily Frontier News