.
স্টাফ রিপোর্টারঃ-
সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সিলেটের চুনারুঘাট উপজেলা প্রতিনিধির পরিচয়পত্র সাংবাদিক আব্দুল জাহির কে হস্তান্তর করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ জুলাই) সিলেটের অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক সিলেটের প্রতিনিধি সম্মেলনে সাংবাদিক জাহির কে পরিচয়পত্র তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
দৈনিক সিলেটের সম্পাদক আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিলেট বিভাগের সকল জেলা, উপজেলা প্রতিনিধিকে কার্ড হস্তান্তর করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন,বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সাংবাদিকদের কাজ। আমি আশাবাদী আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আব্দুল জাহির মিয়া হবিগঞ্জের খবরকে বলেন, আমি দৈনিক সিলেটের প্রতিনিধি হিসেবে অনেক আগেই নিয়োগ পেয়েছিলাম। পররাষ্ট্র মন্ত্রী মহোদয় আমাকে পরিচয়পত্র তুলে দিয়েছেন। আপনারা জানেন, আমি ষড়যন্ত্র, জেল ও মামলার শিকার হয়েছি। সাংবাদিকতা ছাড়িনি, কখনো ছাড়বোও না। আমি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাব।এ সময় তিনি দৈনিক সিলেট ডটকমের সম্পাদক মোহিত চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সাংবাদিক আব্দুল জাহির মিয়া ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় জেল খাটেন। সম্প্রতি তার চুনারুঘাট উপজেলায় ছাত্রলীগের এক নেতার চাঁদাবাজির মামলায়ও তাকে আসামী করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics