ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্ট
. জেলা-ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এর দিক নির্দেশনায় ০২ নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ হুমায়ুন কবীর সঙ্গীয় এস আই(নি:) ধর্মজিত সিংহ, এসআই(নি:) রাশেদুদ জামান, এএসআই(নি:) শংকর কুমার সাহা সঙ্গীয় ফোর্স সহ ১লা জুন ২০২৩খ্রি: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাস্থ শিমরাইলকান্দি, কান্দিপাড়া, কলেজপাড়া, মৌড়াইল এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৮০পিস ইয়াবা উদ্ধারপূর্ব ১ জন আটক করে।
. কিশোরগ্যাং, সক্রিয় ছিনতাইকারী, ব্রাহ্মণবাড়িয়া শহর এলাকায় ত্রাস সৃষ্টিকারী উঠতি বয়সী ১৮ জনকে ছুরি( বেনার) সহ আটক করে মামলা রুজু করা হয়।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics