তপন দাস
নীলফামারী প্রতিনিধি
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ সমুহ, সেবাগ্রহীতাদের প্রাপ্তি সমুহ এবং ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে সোমবার (২২ মে) সকাল ১০ টায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসন জনাব পঙ্কজ ঘোষ ,সহকারী কমিশনার ভূমি মোঃ ইবনুল আবেদিন নীলফামারী সদর। পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নেছারুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং কর্মচারীবিন্দু। আলোচনায় বাংলাদেশের ভূমি আইন, ভূমি ব্যবস্থাপনাসহ জেলা উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস থেকে ভূমি মালিকদের প্রদত্ত সেবা বিষয়ে আলোকপাত করা হয়। বর্তমান সরকারের সময় এইক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তাও তুলে ধরা হয়। খাজনা প্রদান, নাম খারিজসহ বিভিন্ন কাজে অনলাইন সুবিধা নিতে আহবান জানানো হয়। আজ ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালন করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics