Daily Frontier News
Daily Frontier News

সরাইলে জাতীয় পার্টির কর্মী সম্মেলন- ২০২৩ অনুষ্ঠিত।

 

মো. রুবেল মিয়া

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে উপজেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

১৭ মে ২০২৩ খ্রিঃ, বুধবার সরাইল সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সরাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টি যুগ্ম-সাধারণ সম্পাদক আলী নেওয়াজ ও জাতীয় পার্টি নেতা আবু হানিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য দেন সাবেক দুইবারের সাংসদ এড. জিয়াউল হক মৃধা।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ জামাল রানা , জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল হেলাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব সৈয়দ মোকাব্বের, জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব সোলেমান মজুমদার , সরাইল উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক মৃধা।

এছাড়াও সভায় বক্তব্য দেন কালিকচ্ছ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছায়েদ হোসেন, সরাইল উপজেলা জাতীয় যুব সংহতির নেতা সাকিব আহমেদ কামাল, পানিশ্বর ইউনিয়ন সাবেক যুব সংহতির সভাপতি মো. সুমন মুন্সি প্রমুখ।

উক্ত কর্মী সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির প্রায় ৩ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি এড. জিয়াউল হক মৃধা তিনি সরাইল উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা দেন। সরাইল ৭নং ইউপি সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির কে সভাপতি ও মো: আলী নেওয়াজ কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয় পার্টির কমিটির ঘোষনা দেন তিনি।

Daily Frontier News