Daily Frontier News
Daily Frontier News

নরসিংদী জেলা বিএনপির রাজনীতির আশীর্বাদ সাবেক এমপি জননেতা খায়রুল কবির খোকন

:             (::মন্তব্য কলাম::)

ঐতিয্যবাহী নরসিংদী জেলায় বিএনপির রাজনীতির গৌরভ উজ্জ্বল ইতিহাস রয়েছে। নরসিংদী জন্ম হয়েছেন রাজনীতির পৌরধা আঃ মান্নান ভূঁইয়া, সাবেক
মন্ত্রী মোমেন খান, শহীদ আসাদ, ড. মঈন খান, মাইনুদ্দিন ভূইয়া, ছাত্র রাজনীতির সফল মহা নায়ক খায়রুল কবির খোকন, মাহবুবুল হক বাবলু, ছানাউল, মরহুম অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া,হক নীরু”, আঃ কাদির ভূঁইয়া জুয়েল,
আকরামুল হাসান মিন্টু ও শ্যামল। এখানে রয়েছেন রাজনীতির সফল ইতিহাস। নরসিংদী জেলা এক সময়
বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ছিল। এই দলের কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছেন, সাবেক মন্ত্রী ও দলের মহা-সচিব আঃ মান্নান ভূঁইয়া। নরসিংদী জেলার ৫টি আসন ছিল বিএনপির দখলে। এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এডভোকেট কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ইরান, তাদের সহযোদ্ধা
ছিলেন আব্দুল আলী মৃধা, তোফাজ্জল হোসেন মাষ্টার, সরদার সাখাওয়াত হোসেন বকুল , মিয়া মোহাম্মদ সেলিম, আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লাহ আকবর হোসেন, ভিপি জলিল, বিজি
রশিদ নওশেদ, আশরাফ উদ্দিন বকুল ,গোলাম কবির কামাল, ফারক উদ্দিন ভূইয়া তারেক আহমেদ প্রমুখ। এই জেলা বিএনপির নেতৃত্বে আসেন সাবেক ৪বার নির্বাচিত সংসদ সদস্য জেলা
বিএনপির আমৃত্য সফল সভাপতি সামসুদ্দিন আহম্মেদ এছাক, তার মৃত্যুর পর নরসিংদী সদর আসনে উপ নির্বাচনে এমপি নির্বাচিত হন শৈরাচার বীর—সৈরাচার বিরোধী আন্দোলনের
রূপকার জাতীয় বীর ডাকসুর জিএস খায়রুল কবির খোকন। তিনি নির্বাচিত হয়ে অল্প দিনে নরসিংদীতে পাঁচশত কোটি টাকা উন্নয়ন করে তাক লাগিয়ে
দেন নরসিংদী বাসিকে। সফল এমপি হিসেবে নাম লেখান। গত ওয়ান এলিভেনে বিএনপি নেতাকর্মীরা দল ছেড়ে পালিয়ে গেলে জেলা বিএনপির হাল
ধরেন সাবেক ডাকসুর জিএস সাবেক এমপি খায়রল কবির খোকন, আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, আলহাজ্ব সুলতান উদ্দিন মোলা, আকবর
হোসেন, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, সমীর ভূঁইয়া, নুরুল ইসলাম প্রমুখ। একটি সফল সম্মেলনের মাধ্যমে খায়রুল কবির খোকন
জেলা বিএনপির সভাপতি ও আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। খায়রুল কবির খোকন নরসিংদী সদর থেকে
সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে অল্প ভোটে প্ররাজিত হন। সাবেক মহা-সচিব সংস্কার প্রন্থী নেতা আঃ মান্নান ভূঁইয়া শিবপুর থেকে এমপি নির্বাচন করে, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে। অনেক চড়াই উত্তায় পেরিয়ে নরসিংদী জেলা
বিএনপিকে একটি শক্ত অবস্থানে দাড় করান। নরসিংদীর সাবেক অনেক বিএনপির নেতারা আওয়ামীলীগের সাথে আতাত করে ও জাতীয় পার্টির সাথে
আতাত করে বিভিন্ন দল পরিবর্তন করে আবার বিএনপিতে প্রবেশ করেছেন, কিন্তু আন্দোলন সংগ্রামে মাঠে তারা অংশ গ্রহণ করেনি এমনকি দলের
বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কুতশা রটিয়েছে। অনেকেই নিজেদেরকে মূলধারা নেতা হিসেবে জাহির করে। কিন্তু আন্দোলন সংগ্রামে তাদেরকে
কোথাও মাঠে দেখা যায়নি। সম্পতি কিছু জাতীয় পত্রিকায় জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে “
নানান কুস্যা রটাচ্ছে এবং দলের বিরুদ্ধে। ঐ সকল
নেতারা কথা বলে দলের ভিতরে বিবেদ সৃষ্টি করার চেষ্টা করছে। বর্তমানে জেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয়
যুগ্ম মহাসচিব সাবেক ডাকসুর জিএস সাবেক এম.পি খায়রুল কবির খোকন, সদস্য সচিব দায়িত্বে রয়েছেন বশিষ্ট দানবীর আলহাজ্ব মনজুর এলাহী, সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে দায়িত্বে রয়েছেন। তিনি নরসিংদীর সাবেক সংসদ
সদস্য মরহুম সামসুদ্দিন আহম্মেদের সহধর্মিনী ও সাবেক মহিলা এমপি রোকেয়া আহমেদ লাকি, যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আলহাজ্ব সুলতান উদ্দিন
মোল্লা। তিনি শিবপুর সবুজ পাহাড় কলেজের প্রতিষ্ঠাতা, রাঙ্গামাটি ঈদগাহ ও মসজিদের প্রতিষ্ঠাতা, আশির দশকের তিনি ছিলেন সমবায়ের চেয়ারম্যান
রায়পুরা শিল্পসমিতির চেয়ারম্যান শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নরসিংদী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আন্দোলন সংগ্রামে
রাজপথের পরীক্ষিত সৈনিক। জেলা বিএনপির আহবায়কের

দায়িত্বে রয়েছেন আকবর হোসেন, যিনি ছিলেন নরসিংদী শহর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি।
শহর বিএনপির তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, তিনি নরসিংদী কলেজের দুইবার নির্বাচিত জিএস।
বর্তমানে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শহর বিএনপির সভাপতি। নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন
ফারক উদ্দিন ভূঁইয়া। তিনি ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সফল সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি। নরসিংদী সদর থানা সভাপতি সমীর
ভূঁইয়া, তিনি ছিলেন মাধবদী পৌরসভার প্রশাসক। বর্তমানে নরসিংদী সদর থানার সফল সভাপতি। তাকে মাইনাস করে বর্তমানে সদর থানা বিএনপির সভাপতির দায়িত্ব রয়েছেন আবু সালেহ চৌধুরী । অপরদিকে মরহুম নুরুল ইসলাম বর্তমান সদর থানা
বিএনপির সাধারণ সম্পাদক, তিনি ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক। তিনার মৃত্যুর পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছে মোঃ ইকবাল হোসেন । খায়রুল কবির খোকন, আলহাজ্ব তোফাজ্জল
হোসেন মাষ্টার, রোকেয়া আহমেদ লাকি এম.পি, হারুনুর রশিদ হারুন সুলতান উদ্দিন মোলা, আকবর হোসেন, গোলাম কবির কামাল, দীন মোঃ দীপু, সমীর ভূঁইয়া, ফারুক
উদ্দিন, নুরুল ইসলাম, শাজাহান মলিক, আমিনুল হক বাচ্চু, কবির আহম্মেদ, মহসিন হোসেন বিদ্যুৎ, প্রিন্স, হাসানুজ্জামান সরকার ,, নজরল ইসলাম ভূঁইয়া, রনি, বর্তমানে মাঠে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম মহোদয় ভিপি খবিরুল ইসলাম বাবুল, ভিপি, হাসানুজ্জামান সরকার, এলিয়ছ আলী, সুমন চৌধুরী, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ, মাইনুদ্দিন, সারোয়ার হোসেন ঝন্টু , শহিদুল ইসলাম ,, এবং বিএনপির সাংবাদিক হিসেবে অনেক সহযোগিতা করেছে

Daily Frontier News