এস এম শাহনূর
কসবা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
কেই তো জানেনি, জানতে ও চায়নি
এই কংকালসার ছেলেটির কথা।
কেউ তো বুঝেনি, বুঝতে ও চায়নি
বস্ত্রহীনের শীতে কি জ্বালা।
কেউ তো খুঁজে পায়নি কোনো দিন
অন্ধকারে কালো পাথর,
সরীসৃপের মত যেথায় গিয়েছি
হয়তো একটি কথা বলার জন্য
আমরা কি মানুষ নয়?
কিন্তু না, সুযোগ হয়নি
বরং অনেক দূর থাকতেই খিড়ঁকি বন্ধ হয়ে যেত
আলো আঁধারের লুকোচুরির মাঝে
যদিও বাংলা নামের একটি দেশ পেয়েছি
তাও আজ শ্মশান হতে চলেছে।
এখানেও কতক মহলে হাসি ঝরছে।
বাকী সব ডাস্টবিনের ক্ষুধার্ত
কুকুরের মত হাহাকার করছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics