Daily Frontier News
Daily Frontier News

মালিক যখন কর্মচারী

 

 

কবি আখতার উদ্দিন শাহিন

 

যাদের টাকায় চলি আমি, তারাই ডাকে স্যার।
উদাহরণ রেখে গেলাম, কাস্টমার কেয়ার।।

কাস্টমার কেয়ারে যখন, কৃষক শ্রমিক যায়।
পায়ে তাহার ছেঁড়া সেন্ডেল, সালাম আগে পায়।।

যাদের ঘামে চলে আমার, লক্ষ টাকার গাড়ি।
তারা কেন শুনতে হবে উঠতে বসতে ঝাড়ি।।

মাস গেলে পাই যাদের শ্রমে, লক্ষ টাকার মাইনা।
তাদের কাজে দিতে হবে কেন আমায় শুধু বায়না।।

যাদের শ্রমে কাটছে আমার, ভোগ বিলাসী দিন।
কেমনে আমি করব পূরণ, তাদের শ্রমের ঋণ।।

উল্লেখ্যঃ- লেখক, আখতার উদ্দিন শাহীন, প্যানেল চেয়ারম্যান, ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ, সুবর্ণচর, নোয়াখালী।

Daily Frontier News