Daily Frontier News
Daily Frontier News

২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ১০৪

 

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরোচীফ

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১০৪ জন। এ নিয়ে চলতি মাসে ২ হাজার ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

শনিবার (২৯ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১০৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৪৪ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন রোগী।

তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।
এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৪৮ জন।

এর মধ্যে চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ২ হাজার ৮৩ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে জুলাই মাসেই মারা গেছেন ১৬ জন।
ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

Daily Frontier News