Daily Frontier News
Daily Frontier News

শূণ্য হৃদয়

.            শূণ্য হৃদয়
.          —————-কাজী নাজরিন

 

হৃদয় আজ হাহাকার করছে
সবই যেনো শূণ্য
তোমার সাথে দেখা হলেই
জীবন আমার পূর্ণ।
নব দিগন্তে হাতছানি দেয়
তোমার বিশাল মন
শূণ্যতা সব দূর হয়ে যায়
কাটালে মধুর ক্ষণ।
রক্তিম চোখে আলপনা এঁকে
জড়িয়ে রেখেছি তোমায়
শূণ্য হৃদয়ে আলোক ছড়িয়ে
কাছে নেবে কি আমায়?
শূণ্য আকাশ শূন্য বাতাস
বিষন্নতায় ঘেরা
শূন্যে ভাসিয়ে যাতনায় ডুবে
বাঁচবো না তুমি ছাড়া।
বিষাক্ত নীল কষ্টের চাপে
মাথা নুয়ে পড়ে
তোমায় ছাড়া শূন্য জীবন
অসময়ে যাবে ঝরে।

Daily Frontier News