Daily Frontier News
Daily Frontier News

UNO বিজয়নগর এর নেতৃত্বে পুলিশ ও বিজিবি যৌথ অভিযানে ২ জন আটক সহ প্রায়=৩৯,৩৬,৭৬০/-টাকার মালামাল জব্দ

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

 

.    জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা রামপুর নামক স্থানে  ১৭ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ আনুমানিক সকাল ১০.৩০ টার সময় উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর এর নেতৃত্বে বর্ডারগার্ড বাংলাদেশ এর সদস্য জেসিও-৯১৭৯ সুবেদার মোহাম্মদ ফোরকান উদ্দিন সহ সংগীয় ফোর্স এবং বিজয়নগর থানার অফিসার ইনচার্জ সহ সংগীয় ফোর্স এর উপস্থিতিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানীকৃত নিম্নলিখিত বিভিন্ন ধরণের ভারতীয় মালামাল এস এ পরিবহনের মাধ্যমে পাচারকালে আটক করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

.    আটককৃত মালামালের বিবরনঃ-
(১) ভারতীয় কাতান শাড়ী ৭৫(পঁচাত্তর) পিস × ৬০০০/- =৪,৫০,০০০/-
(২) ভারতীয় বিভিন্ন প্রকার রং এর শাড়ি ১০৫(একশত পাঁচ) × ৩,৫০০/- =৩,৬৭,৫০০/-
(৩) ভারতীয় অলিভওয়েল তৈল ১০০মি:লি ৫৯০(পাঁচশত নব্বই) বোতল × ১৬০ =৯৪,৪০০/-
(৪) কিটকাট চকলেট ১৩,২৫০× ৮০ =১০,৬০,০০০/-
(৫) ভারতীয় ফুসকা ৭৫০ প্যাকেট(প্রতিটি ০১ কেজি করে) × ৪৫০/- =৩,৩৭,৫০০/-
(৬) ভারতীয় ক্যানলা ৩৫,৫০০ পিস × ৪০/- =১৪,২০,০০০/-
(৭) Munch চকলেট ১০,৩৬৮ পিস × ২০/- = ২,০৭,৩৬০/-
সর্বমোট = ৩৯,৩৬,৭৬০/- টাকা

.     এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান মিডিয়া প্রতিনিধিকে জানান, উপজেলাটি সীমান্তবর্তী হওয়ায় মাদকের আনাগোনা আছে মর্মে পুলিশ বিজিবি সহ যৌথ অভিযান পরিচালনা করে, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে, আসামি আটক সহ মালামাল জব্দদ করতে সক্ষম হই । নিয়মিত মামলার রজু হয়েছে। আমাদের এই অভিযান চলমান আছে ও থাকবে ।

 

Daily Frontier News