Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগরে অর্ধ সমাপ্ত ড্রেন এখম মরণ ফাঁদে পরিণত ছয় মাসেও সমাপ্ত হয়নি ৬০২ মিটার ড্রেন

 

 

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-

 

৬৭ লক্ষ টাকা অনুমোদনে ৬০২ মিটার দৈর্ঘ্যে জনকল্যাণের ড্রেন এখন জন ভোগান্তিতে পরিণত হয়েছে। ভেঙ্গেছে শিশু সহ নারী পুরুষের হাত পা। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় আমতলী বাজারে। আর এস কনস্ট্রাকশন নামক ঠিকাদার এ কাজটি শুরু করেন ২০২৪ অক্টোবর মাসে। শুরুতেই ধীরগতি কাজে অতিষ্ঠ করে তুলেছে জনসাধারণকে। এরই মধ্যে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কোন প্রভাব পড়েনি নিম্নমান কাজের অগ্রগতিতে। এমন যানবহুল ও জনবহুল সুপরিচিত আমতলী বাজারে অর্ধভাঙ্গা কাজের জন্য প্রতিনিয়তই ভুগতে হচ্ছে যানজটের। লাইনের পর লাইনে অপেক্ষা করতে হচ্ছে ছোট বড় যানবাহন। এমন অবহেলিত কাজের জন্য ভর্তুকি দিতে হচ্ছে নিরীহ মানুষের ও ব্যবসায়ীদের।
একজন পথচারী অভিযোগ করে বলেন, আগেই ভালো ছিল। আজ সকালে আমি ড্রেনে পড়ে গিয়ে ময়লা আবর্জনা ভরাট হওয়া ড্রেনে আমার পা গর্তে পড়ে ভেঙ্গে যাওয়ার আশঙ্কা। একই সুরে আরোও কয়েকজন পথচারী অভিযোগে জানান, এই ড্রেনের কাজ শুরু পর থেকে এভাবে অনেক পথচারী ব্যথা পেয়েছে। কিন্তু তবুও সংস্লিষ্ট দপ্তরের কোন টনক নড়েনি।
ব্যবসায়ীরা আরোও জানান, ঠিকাদারের লোকজন কাজ করতে এসে আমাদের কাছ থেকে আলগা টাকা চাইছে। যারা আলগা টাকা দিয়েছে তাদের দোকানের সামনে ড্রেনের ঢাকনা বসিয়েছে। অন্যরা এভাবেই ভোগান্তিতে রয়েছে।

সংশ্লিষ্ট ঠিকাদার আমান মিয়ার সাথে জানতে চাইলে পরে কথা বলবে বলে এড়িয়ে যান।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা প্রকৌশলী, মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া কাজের ধীরগতির স্বীকারোক্তিতে বলেন, ঠিকাদার মৌখিক কথা কর্ণপাত না করায়, চিঠি দিয়ে তাগাদা দিয়েছি। এমনকি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেও বিষয়টা অবগত করেছি। আবারো আগামী সপ্তাহে আমার অফিসে ডাকানো হবে।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক জানান, বিষয়টি আমি জানিনা, তবে খোজ খবর নিয়ে কাজটি দ্রুত করার চেষ্টা করব।

Daily Frontier News