মো: আল আমিন বক্স ব্রাহ্মণবাড়িয়া:-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া রোজ শনিবার ১৫ই মার্চ ২০২৫খ্রি. তারিখে ১২:৪০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মোঃ নুরুন্নবী এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা কালে বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর সাকিনে ছতরপুর চৌরাস্তার মোড় অভিযান পরিচালনা করে।
. আটক আসামী-মোঃ জাহাঙ্গীর (৪০), পিতা-মোহাম্মদ আলী প্রকাশ আলি আহাম্মদ, মাতা-আনোয়ারা বেগম, সাং-আলমনগর, থানা-খালিশপুর, জেলা-খুলনার দখল ও হেফাজত হইতে ১৭১ ( একশত একাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ।
. এ বিষয়ে অফিসার ইনচার্জ বিজয়নগর থানা জনাব মো: রওশন আলী মিডিয়া প্রতিনিধি কে জানান, মাদক দ্রব্য আইনে বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।আসামী কোর্ট হাজতে সোপর্দ প্রক্রিয়াধীন আছে। থানা এলাকা বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে। আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা দায়িত্ব পালনের সচেষ্ট আছি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics