Daily Frontier News
Daily Frontier News

হঠাৎ ইউএনওর অফিসের দরজায় ত’বাজার (তরিতরকারি)

 

ফজলুল করিম সবুজ (নওগাঁ) –

নওগাঁর মান্দায় কাঁচাবাজার সিন্ডিকেটের কালো হাত ভাঙ্গতে ইউএনও অফিস কার্যালয়ের দরজায় প্রতিবাদ স্বরূপ ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকেরা অস্থায়ী ত’বাজার বসিয়েছে।

আজ হাটবার রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মান্দা উপজেলা ইউএনও অফিস কার্যালয়ের ভিতরে তারা অস্থায়ী বাজার বসিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, মান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ত’বাজার বসিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকেরা। এই বাজারে বিভিন্ন ধরনের আলু, বেগুন, ফুলকপি, টমেটো, গাজর, সিম,লাউ খিরাসহ সকল শাকসবজির দোকান বসেছে। কম মূল্যে বাজার করার জন্য বিভিন্ন পেশাজীবির মানুষ ভীড় করছে। যেখানে প্রতি কেজি আলু ২০ টাকা, বেগুন ১০ টাকা, টমেটো ৫ টাকা এবং পাতাকপি প্রতি পিস ৫ টাকা, লাউ প্রতি পিস ১০ বিক্রি হচ্ছে।

জানা যায়, মান্দা উপজেলা প্রসাদপুর কাঁচা বাজারে ২০০৮ সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকেরা দোকান বসানোর জায়গা পেয়েছিল। কিন্তু পরে সিন্ডিকেট ব্যবসায়ীরা তাদের বাজারে পণ্য বিক্রি করতে বসার জায়গা দেয় না। এর ফলে সিন্ডিকেটের কালো হাত ভাঙ্গতে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে আনতে এই উদ্যোগ।
বিক্রেতা কৃষক আবু হেনা জানান, প্রাসাদপুর ত’বাজারে আমাদের বসার জায়গায় ছিলো। কিন্তু বাজারের বসার জায়গার না দেওয়ার জন্য ইউএনও কার্যালয় সামনে দোকান বসিয়েছি। আমাদের দাবী ত’বাজারে বসার স্থান না হওয়া পর্যন্ত এখানে শাকসবজি বিক্রি করে যাবো।
ক্রেতা মোছা. ইতি জানান, প্রসাদপুর তরকারি বাজারে শাকসবজি কিনতে এসে জানলাম ইউএনওর কার্যালয়ে তরকারি বাজার বসেছে। আমি এখান থেকে আলু, বেগুন, নিয়েছি। বাজারে এগুলো অনেক বেশি দাম প্রায় দ্বিগুণ।
ভোক্তা সাহাদত হোসেন বলেন, প্রসাদপুর বাজারে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা সবজি বিক্রি করেন। এতে ভোক্তাদের বরাবরই চড়া মূল্যে সবজি কিনতে হয়।
প্রসাদপুর বাজার নিরাপত্তা কমিটির সভাপতি মো. আব্দুর  রহিম জানান, প্রসাদপুর কাঁচাবাজারে কিছু অসাধু সেন্ডিকেট ব্যবসায়ীরা ব্যবসা করতো। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক কৃষক ন্যায্য মূল্যে ব্যবসা করার ফলে তাদেরকে আর ব্যবসা করতে দিচ্ছে না। এর ফলে এসব ব্যবসায়ীরা ইউএনওর কার্যালয়ে এসে দোকান বসিয়েছে। তবে এসব ব্যবসায়ীদের কাঁচাবাজারে বসার স্থান দেওয়া উচিত বলে মনে করছি।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান,হাটের দিন ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকেরা বিভিন্ন ধরনে সবজীর পসরা নিয়ে আমাদের কার্যালয়ে সামনে হঠাৎ এসে বিক্রি করার চেষ্টা করেন। দীর্ঘদিন ধরে স্থানীয় সবজি বিক্রেতা ও তাদের মধ্যে মনোমালিন্য চলছি। বিষযটি অবহিত হয়ে সহকারী ভূমি কমিশনারকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

Daily Frontier News