আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তীর ভৈরব বাড়ির তৈয়ব আলীর ছেলে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ মনির হোসেন সহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়।
. ১লা ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতের অন্ধকারে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন, ভূমি সরকারি কর্মকর্তা মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আবুল কাশেম (অ:দা) বাদী হয়ে, ৯/৪৬ নং মামলায় ও ১৫৪নং ধারায় ধর্তব্য অপরাধে মামলা দায়ের করেন।
. মামলার এজাহারে উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধন্তী ইউনিয়নের সোনাই নদীর সরকারি খাস জায়গা ভেকু দ্বারা মাটি কেটে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে, ইউনিয়ন ভূমি উপ-সহকারি শফিউল্লাহ, অফিস সহায়ক মোঃ হুমায়ুন কবির ও বুদন্তি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ সোহেল মোল্লাকে সঙ্গে নিয়ে ঘঠনাস্থলে পৌঁছালে, অভিযুক্ত মনির হোসেন সহ অজ্ঞাত ৭/৮ জন ঘটনায় জড়িত ব্যক্তিরা অন্ধকারে দৌড়ে পালিয়ে যান। উক্ত সময়ে ঘটনার স্থান হইতে কোন ব্যক্তিকে না পেয়ে, অবৈধ ভাবে ব্যবহৃত ভেকু মেশিনটি ও ৩টি ড্রামট্রাক জব্দ করে, বুধন্তী ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ, শহীদ মিয়ার হেফাজতে রাখা হয়। এবং এই অপরাধের আইনগত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিকট প্রার্থনা করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics