Daily Frontier News
Daily Frontier News

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনের আয়োজনে প্রবীণ নাগরিক মূল্যায়ণ শীর্ষক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত।

সাজ্জাদ আহমেদ খোকন নারায়ণগঞ্জ 

৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা একটি মানবিক,অসাম্প্রদায়িক,অরাজনৈতিক,ধর্ম নিরপেক্ষ,প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত মননশীল পরিবর্তনশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

১৯ অক্টোবর শনিবার বিকেল ৫,৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ বরফকল ঘাট, চৌরঙ্গী ইকোপার্কে ভাসমান জাহাজে ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠন আয়োজিত প্রবীণ নাগরিক মূল্যায়ণ সংবর্ধণা’২০২৪ পালিত হলো,
এ সময় আগত প্রবীণদের মিলন মেলায়,আমন্ত্রিত
অতিথিদের বন্ধুময় স্বজনদের চেনা অচেনা বন্ধুদের কৌশল বিনিময়ে প্রানবন্ত হয়ে উঠে উক্ত অনুষ্ঠানের পরিবেশ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সংগঠনটির উপদেষ্টা, দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : আধুনিক সাহিত্য গবেষক ও সাংবাদিক কবি রঞ্জিত মোদক,
সংগঠনের সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ, সহ-সভাপতি ফিরোজ কায়সার আজম ও হাসনা হেনা বিভিন্ন জেলা ও থানা থেকে আগত প্রবীণ নাগরিকবৃন্দ, অনুষ্ঠানটি সঞ্চালনায় করে মুখরিত করে রাখেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মামুন।
অনুষ্ঠানের পর্যবেক্ষন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক এবি,এম, জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন।

সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ্ আলম,কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন
প্রবীণ নাগরিক মোঃ বাচ্চু সাহেব ও জাতীয় সংগীতে সর্বদলীয় কন্ঠে নেতৃত্ব দেন কবি সিরাজ।

সভায় উপস্থিত সকল প্রবীণ নাগরিক বৃন্দ আবেগ আপ্লুত হয়ে সবাই তাদের নিজিস্ব বক্তব্যে
৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনে- জীবনের শেষ বেলায় সামাজিক অবক্ষয় ও দুঃখ কষ্টের কথা তুলে ধরেন,বক্তারা প্রবীণ নাগরিক মূল্যায়ণ সংবর্ধণা শীর্ষক অনুষ্ঠানে,উন্মুক্ত আলোচনায় সংগঠনের গুরুত্বপূর্ণ অবস্থান কে
তুলে ধরেন প্রবীণ নাগরিকদের সামাজিক বিভিন্ন দিক বিশ্লেষণের মাধ্যমে প্রধান অতিথির সামনে।

আলোচনায় বক্তব্য রাখেন, সন্মানিত অতিথি রণজিৎ মোদক,
স্বাগতিক বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহম্মেদ খোকন, কবি জালালুদ্দিন নলুয়া,তত্ত্ব-বিষয়ক সম্পাদক কবি ও সাংবাদিক এস এম ইসলাম আরজু,
শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এবি এম জাকারিয়া, বিশ্লেষণে বক্তব্য রাখেন, সহ সভাপতি শহিদুল্লা,সভাপতি ফিরোজ কায়সার। জয়নাল আবেদীন জয়, এডভোকেট বিল্লাল আইন বিষয়ক সম্পাদক,
সাদদ হোসেন বাবু আরো অন্যান্ন সদস্য বৃন্দ।

প্রধান অতিথি এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম সকলের বক্তব্য বিশ্লেষণ করে বলেন সুন্দর একটি সমাজ গঠনে অপসংস্কৃতি বর্জনের মাধ্যমে
আমাদের মাঝে মানষিক পরিবর্তনে আকাঙ্খিত লক্ষ্য অর্জনে সকল কে বুঝতে হবে শিখতে হবে
ও মনের মাঝে পোষণ করতে হবে
বৃদ্ধ্যাশ্রম নয় পরিবার হোক সুরক্ষিত বাসযোগ্য স্থান। পরিশেষে কাজী নজরুল ইসলামের মানষ
কবিতাটি আবৃত্তি করেন।

পরিসমাপ্তিতে সভাপতি তার বক্তব্যে বলেন নিজের পরিবর্তনের মাধ্যমে সমাজ কে পরিবর্তন
করে আমাদের কে প্রবীণ সংকটগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসতে হবে,আজ আমাদের মানষিক বিকাশের অভাব সুস্থ মননচর্চার মধ্যে দূর্বিক্ষ দেখা দিয়েছে এখান থেকে বেরিয়ে আসতে হবে।
৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত ভালোবাসার নিবন্ধন এখানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে,
পরিশেষে সবার সুসাস্থ্য কামনা করে রাতের ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Daily Frontier News