ঝালকাঠি প্রতিনিধি:-
দীর্ঘ ২১ বছর পর ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ঝালকাঠি প্রেসক্লাব হলরূম এ বিষয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এডভোকেট মোঃ হাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মোঃ ফরিদুল হক, নায়েবে আমির এডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় ঝালকাঠি ঈদগাহ মাঠে প্রায় অর্ধ লক্ষ লোকের গণজমায়েতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযয্ম হোসেন হেলাল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদদীন বাবর। সভাপতিত্ব করবেন জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান।
তিনি সংবাদ সম্মেলনে আরো জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কর্মী সম্মেলন বাস্তবায়নের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরে যাতে যানজট সৃষ্টি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মেলনের কারনে সাধারণ মানুষের যাতায়াতে কোন বিঘ্ন না ঘটে সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics