Daily Frontier News
Daily Frontier News

১৯৭১ এর অগ্নিঝড়া মার্চের ঐতিহাসিক ঘটনাবলীর স্মরণে জাসদের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি 

তারিখ: ১লা মার্চ ২০২৫ইং

১৯৭১ এর অগ্নিঝড়া মার্চের ঐতিহাসিক ঘটনাবলীর স্মরণে জাসদের আলোচনা সভা:
১৯৭১ সালের ২ মার্চ স্বাধীনতার পতাকা প্রদর্শন ও উত্তোলন, ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ৯ মার্চ মাওলানা ভাসানী কর্তৃক বঙ্গবন্ধুকে ঐতিহাসিক সমর্থন প্রদান করে ভাষন, ১৯ মার্চ জয়দেবপুর ক্যান্টনমেন্টের বাঙালি অফিসার ও সৈনিকদের বিদ্রোহ, ২০ মার্চ ছাত্র—গণবাহিনীর মিছিল, ২৩ মার্চ পল্টন ময়দানে সামরিক কুচকাওয়াজের সাথে গান স্যালুট দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পতাকা উত্তোলন, রাজপথে সামরিক কুচকাওয়াজ করে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনসহ সমগ্র পূর্ব বাংলায় স্বাধীনতার পতাকা উত্তোলন, ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্র্যাকডাউন ও গণহত্যা শুরু, ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং সশস্ত্র প্রতিরোধ মুক্তিযুদ্ধের সূচনা সহ ১৯৭১ সালের ঐতিহাসিক

.    ঘটনাবলীর স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কমিটি আজ ১ মার্চ ২০২৫ শনিবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে ও শরিফুল কবির স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত।

.    আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. রবিউল আলম। সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মো: সেলিম, কেন্দ্রীয় সদস্য কাজী সাইমুল হক, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, জসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সামছুল ইসলাম সুমন, জাসদ নেতা আহসান হাবীব শামীম, জাতীয় নারী জোটের সদস্য নুরতাজ পারভীন, আইনজীবী পরিষদের সদস্য শ্রাবনী দত্ত গুহ জয়া, জাসদ ঢাকা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান বাচ্চু, বাংলাদেশ ছাত্রলীগ কেনদ্রীয় সংসদের সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু প্রমূখ।

.    সভায় বক্তারা বলেন, ৫ আগস্টের ছদ্মবেশী জঙ্গীবাদী অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারীরা মুক্তিযুদ্ধে নাম, নিশানা, চিহ্ন, স্মারক মুছে ফেলে ১৯৭১ মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে এবং পাকিস্তানি ভাবাদর্শ পুনঃপ্রতিষ্ঠা অপচেষ্টা চালাচ্ছে। ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুসহ মুক্তিযোদ্ধাদের মিথ্যামামলায় প্রহসনমূলক বিচার করে ‘বিচারিক হত্যা’র জন্য মরিয়া হয়ে উঠেছে।

.   বক্তারা বলেন, মুক্তিযুদ্ধকে মুছে ফেলার অপচেষ্টার বিরুদ্ধে জাসদের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে। বক্তারা বলেন, দেশে যে অরাজকতা, নৈরাজ্য, মবতন্ত্র, বুলডোজারতন্ত্র, শাসন শূন্যতা, নেতৃত্ব শূন্যতা, সাংবিধানিক শূন্যতা চলছে, অর্থনীতিতে যে সংকট ও স্থবিরতা তৈরি হয়েছে তা থেকে দেশ-জাতি-জনগণকে মুক্ত করতে হলে জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক সরকারের শাসনের বিকল্প নাই। বক্তারা বলেন, আপিল বিভাগ কর্তৃক ১৫ দশ সংশোধনীর অংশ বিশেষ বাতিল হয়ে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হবার পর অবিলম্বে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে অবিলম্বে সেই সরকারের হাতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করে সংবিধান সুনির্দিষ্ট সময়ের মধ্যে সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে।

.    বক্তারা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুসহ মিথ্যা মামলায় আটক রাজনৈতিক নেতাদের মুক্তি, জাসদের নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলায় প্রত্যাহারের দাবি জানান।

 

বার্তা প্রেরক

সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ

Daily Frontier News