আব্দুর রাজ্জাক সরাইল উপজেলা প্রতিনিধিঃ-
. ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন ২ মাস ১৫ দিন (১৮০০ ঘন্টা) অর্থাৎ ৭৫ দিনে ৭ (সাত) বছরের শিশু মো: আদনান।সরাইল বিকাল বাজার আবরারিয়া মডেল মাদ্রাসা থেকে তিনি এ অল্প সময়ে হেফজ সম্পন্ন করেছেন।
. আবরারিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ জানান, মাত্র ৭ বছর বয়সের আদনান ৭৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি বিরল। এত অল্পসময়ে খুব কম সংখ্যক ছাত্রই হাফেজ হতে পারে। তিনি আরও বলেন, উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবাইদুল্লাহর পুত্র মোহাম্মদ আদনান ২০২৩ সালে অত্র মাদ্রাসায় ভর্তি হয়ে প্রায় ১৪ থেকে ১৫ মাস নূরানি পড়েছে এবং কায়দা ও আমপারা শেষ করে কোরআন শরীফ নাজেরা পড়েছে।
. তাকে কোরআন শরীফ মুখস্ত দেওয়ার পর দুই মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে কোরআন শরীফ মুখস্ত করে ফেলেছে (আলহামদুলিল্লাহ)। হাফেজ আদনান এর এ অসাধারণ প্রতিভায় আমরা বিস্মিত।
. তিনি হাফেজ মোহাম্মদ আদনানসহ আবরারিয়া মডেল মাদ্রাসার সকল ছাত্র ও শিক্ষকদের জন্য দেশবাসী সকলের নিকট দোয়া কামনা করেছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics