Daily Frontier News
Daily Frontier News

১৬ ফেব্রুয়ারি জাতীয় বীর ও জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ হত্যাদিবস—জাসদের কর্মসূচি

(প্রেসবিজ্ঞপ্তি তারিখঃ ৮.২.২০২৪)

আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৪ বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম-স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধের অগ্রসেনানী, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, সমাজ পরিবর্তণের বিপ্লবী আন্দোলনের নেতা, সাম্প্রদায়িকতা নির্মূল- সাম্প্রদায়িক রাজনীতি- নিষিদ্ধ-যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে ঐতিহাসিক গণআদালতকেন্দ্রীক গণআন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, রাজনৈতিক হত্যাকান্ডের শিকার জাতীয় বীর শহীদ কাজী আরেফ আহমদ এবং জাসদ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা লোকমান হোসেন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, জাসদের সদস্য ইসরাইল হোসেন তপসের ও শমসের মন্ডলের ২৬তম হত্যা দিবস।

এ উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি:

★ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৪টায় জিপিও’র সামনে ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে কর্নেল তাহের মিলনায়তনে প্রয়াত নেতা কাজী আরেফ আহমেদের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনাসভা। আলোচনাসভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি জনাব হাসানুল হক ইনু। বক্তব্য রাখবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রয়াত নেতা কাজী আরেফ আহমেদের পরিবারের সদস্যবৃন্দ।

★★ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার সকাল ৯টায় মিরপুর মাজার রোডে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন বীরমুক্তিযোদ্ধা কবরস্থানে প্রয়াত নেতা কাজী আরেফ আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন।

জেলা-উপজেলায় কর্মসূচি:

জাসদের জেলা ও উপজেলা কমিটি সমূহ আগামী ১৬ ফেব্রুয়ারি তাদের দলীয় কার্যালয়ে বা সুবিধামত স্থানে ও সুবিধামত সময়ে প্রয়াত নেতা কাজী আরেফ আহমেদের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনাসভার কর্মসূচি গ্রহণ করবে।

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার আগামী ১৬ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় প্রয়াত মহান নেতা কাজী আরেফ আহমেদ ও উল্লেখিত নেতাদের ২৬তম হত্যাদিবস পালন করার জন্য দলের সকল জেলা ও উপজেলা কমিটির প্রতি আহবান জানিয়েছেন।

 

 

Daily Frontier News