Daily Frontier News
Daily Frontier News

স্বার্থপর

স্বার্থপর
—-প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

যখন তখন প্রয়োজনে
খোঁজে অনেকে,
স্বার্থে ফেলে চলে
বলেনা আমাকে।
মানুষ চেনা বড়ো দায়
প্রয়োজনে তোমায় চায়,
ফুরিয়ে যায় স্বার্থ
সঙ্গে নিলে মনে করে হবে ব্যর্থ।
মিলেমিশে একাগ্রতায় এসে
কেন জানি মনের ক্লেশে,
হীনমন্যতায় জয়ের চেষ্টা
বৃথায় ভাবনা কল্পনার শেষটা।
দূরত্ব সৃষ্টির মূলোৎপাটন
কেন জানি প্রয়োজন তথ্যের উদঘাটন,
একাকীত্বের বেদনায়
হারজিতের কামনায়।
যেমনটা ছিল পূর্বে
মনটা ভরে যাবে গর্বে,
আশা ভরসায় দোদুল্যমান
কর্মের স্বাধীনতায় বাড়ে সম্মান।
জীবনের পরাজয় অনুভব হয়নি কখনো
চলার পথে থেমে যাইনি এখনো,
স্বার্থে হই যখন স্বার্থপর
বুঝি না কে আপন পর।।

Daily Frontier News