Daily Frontier News
Daily Frontier News

স্ত্রীর সাথে অভিমান করে দুই সন্তানকে হত্যার পর ঋণগ্রস্ত পিতার আত্মহত্যা

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি:-

 

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ঋণের টাকা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। ১৪ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষপানে নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ (৩০), তার মেয়ে খাদিজা আক্তার (৫) আয়েশা আক্তার (৩)।

ওসি নুর আলম জানান- ঋণের টাকা নিয়ে প্রায়ই স্ত্রী হাফিজা আক্তারের সাথে ঝগড়া হতো স্বামী আব্দুর রউফের। এক পর্যায়ে এক সন্তান নিয়ে স্ত্রী ঢাকার এক আত্মীয়ের বাসায় চলে যান। এতে অভিমান করে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেন। পরে তিনি নিজেও বিষপান করেন। তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাদেরকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ব্যবসা করতেন আব্দুর রউফ। তিনি ব্যবসায় লোকসান খেয়ে হতাশাগ্রস্ত হয়ে পৈতৃক জমিজমা বিক্রি করেন। ঋণ করে পরিবার পরিচালনা করায় স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

Daily Frontier News