ওমর সিনিয়র বিভাগীয় ব্যুরোচীফ সিলেট-চট্টগ্রাম বিভাগ:-
. ঢাকা গুলশান-২,রোড নং-৫০, হোটেল কোয়ালিটি ইন এন্ড রেস্টুরেন্ট এর হল রুমে, ১৭ই ফেব্রুয়ারি,রোজ সোমবার ২০২৫ইং, দুপুর ১২ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
. উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রফেসর ড. লে. কর্ণেল নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও, বিশেষ অতিথি: মোঃ রেজাউল করিম (ডিএজি),এডভোকেট, সুপ্রীম কোর্ট, ঢাকা।বিশেষ অতিথি: মোঃ বোরহান ইবনে রুহুল (সুজন আমিন),চেয়ারম্যান, আমিন গ্রুপ।
. সভাপতিত্ব করেন আলহাজ্ব সোহেল আহমেদ, সম্পাদক ও প্রকাশক, দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক ম্যাগাজিন অপরাধ জগত। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শিমুল খান।
. ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সম্মেলন, দেশের বিভিন্ন উপজেলা মহানগর, জেলা, বিভাগীয় ব্যুরো,বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সহকারী সম্পাদক,এর সাংবাদিকবৃন্দদেরকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়
. যে সকল সাংবাদিকবৃন্দ ক্র্যাস্ট ও সম্মাননা সার্টিফিকেট পেলেন,আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। শাহিন আলম, এমডি সিএনএন বাংলা টিভি । মাসুম বিল্লাহ সুমন,সিটি রিপোর্টর ঢাকা। এম শিমুল খান,বিশেষ সংবাদদাতা। আবুল খায়ের,বিশেষ প্রতিনিধি। মাহবু্ুবুর রহমান খোকন,নরসিংদী প্রতিনিধি। খোরশেদ আলম,জেলা প্রতিনিধি নওগাঁ । বাবুল আক্তার,হেড অফ অপারেশন গ্রীন টিভি। সেকান্দর আলী,অর্থ সম্পাদক। ইনসাফ আলী, গোপালগঞ্জ সংবাদদাতা। কে এম রায়হান,উসমানী নগর প্রতিনিধি। মোশারফ হোসেন নিলু, সহকারি সম্পাদক,দৈনিক লাল সবুজের দেশ । সোহাগ আরেফিন ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ। লাবনী রহমান,গোপালগঞ্জ সদর । তৌফিক আহমেদ কৌশিক,সিটি রিপোর্টার ঢাকা। এম এম মুশফিকুর রহমান ইরান, গোপালগঞ্জ সদর । যুবরাজ খান, সংস্কৃতির বিষয়ক প্রতিবেদক। শাহরিয়ার আরিফ,সিনিয়র সাংবাদিক। মোঃ বাবুল মিয়া,জেলা প্রতিনিধি নরসিংদী। মোঃ আবদুর রহমান খান (ওমর) অপরাধ জগত, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদক । আজাদ সাগর, আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদক। শাহিন আলম আশিক, মহানগর প্রতিবেদক ঢাকা। এম এ রহমান মুন্সী,গাজীপুর প্রতিনিধি। সুমন আল মিরাজ,সহকারী সম্পাদক। মাসুম বিল্লাহ, জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ সহ অতিথিবৃন্দদের কে সংবর্ধিত করা হয় ।
. কোরআন তেলাওয়াত করেন রিয়াজ রহমান । সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়।
.
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics