মোঃ মশিউর রহমান :
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির স্ত্রী, পরকীয়া প্রেমের জেরে এমনটি ঘটেছে। ২ মে, ২০২২ ইং তারিখ (৩০শে রমজান) সোমবার দিবাগত রাত প্রায় ০৪ঃ০০টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের আমান উল্লাহর ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। এরপর ৩ মে, ২০২২ ইং তারিখ (পবিত্র ঈদুল ফিতরের দিন) মঙ্গলবার সকালে ঘুমন্ত স্বামী শরীফ উদ্দিনের পুরুষাঙ্গ কেটে হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ করে পাষান্ড স্ত্রী হনুফা বেগম। ভুক্তভোগী শরিফ(৩১) হলো আলা উদ্দিনের ছেলে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোহাগপুর এলাকার বাসিন্দা এবং স্ত্রী হনুফা(৩৫) শ্রীপুর উপজেলার গোসিংঙ্গা ইউনিয়নের গাজিয়ারন গ্রামের বাসিন্দা। গত ৫ মাস আগে তারা ভালোবাসার টানে নিজ সম্মতিক্রমে পরষ্পর বিয়ে করে, এটি স্বামী-স্ত্রী উভয়েরই দ্বিতীয় বিয়ে। হনুফা বেগম সাংবাদিকদের জানান, সে (হনুফা) আগের সংসারে স্বামী ও দুই ছেলে সন্তান রেখে তাকে বিয়ে করেছে অথচ শরিফ (বর্তমান স্বামী) এখন অন্য মেয়ের সাথে পরকীয়া করে। বাড়ির মালিক আমান উল্লাহ সাংবাদিকদের জানান, সোমবার দিবাগত রাত প্রায় ০৯ঃ০০টার দিকে ঘুমন্ত স্বামী শরীফ বাইরে থেকে বাসায় আসার পর ওই পাষান্ড স্ত্রী হনুফা তাকে গ্লাসে করে দুধ খেতে দেয়। এসময় স্বামী এক চুমুক দুধ খেয়ে দুংখের সহিত বলে, হনুফা সারা জীবন তো দুধ খাইছি, আজ হঠাৎ এরকম লাগছে কেন? এ কথা বলে সে ঘুমিয়ে পড়ে এরপর স্ত্রী হনুফা মাঝ রাতের কোন এক সময় স্বামীর পুরুষাঙ্গ কেটে বাইরে থেকে দরজায় তালা দিয়ে কাটা পুরুষাঙ্গ হাতে নিয়ে থানায় হাজির হয়। এরপর থানা পুলিশ সংবাদ পেয়ে তৎক্ষণাৎ সেখানে গিয়ে দরজা ভেঙে শরীফ উদ্দিনকে উদ্ধার করে। প্রথম অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফুরকান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীপুর পৌর শহরের কেওয়া গ্রামের আমান উল্লাহর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটেছে। এরপর থানা পুলিশ তাকে (শরিফ) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তাকে (হনুফা) পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই.) ফুরকান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের একথা জানান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics