প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ফাঁকা বুলি
-অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ
গাজী জাহাঙ্গীর আলম জাবির, ঢাকা থেকে।।
বাংলাদেশ ইসলামী যুবসেনার জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেন-জনগণের ভোটাধিকার ভুলুন্ঠিত হচ্ছে বার বার। এ অবস্থা চলতে পারে না। আমরা চাই দেশে সুস্থধারার রাজনীতির বিকাশ হোক, জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হোক। এ জন্য চাই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। তিনি আরো বলেন, আইন পাশ করে নির্বাচন কমিশনকে শক্তিশালী ও কার্যকর স্বাধীন করতে হবে। আরো বলেন , দেশের অধিকাংশ মানুষ সূফিবাদী। অথচ সুফিবাদীরা দেশে সবচেয়ে অবহেলিত ও অধিকার বঞ্চিত। সুফিবাদী আলেম ও কর্মীদের কোন হত্যার বিচার হয় নি। বায়তুল মুকাররম, ইসলামিক ফাউন্ডেশনসহ কোথাও সুন্নি জনতার প্রতিনিধিত্ব নেই। দেশের উপজেলা পর্যায়ে নির্মাণাধীন ৫৬০ টি মডেল মসজিদের অধিকাংশই আজ স্বাধীনতা বিরোধী উগ্রবাদীদের দখলে। আমরা সুফিবাদী জনতাকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। তিনি, অবিলম্বে প্রত্যেক শ্রেণিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান। একই সাথে তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদন, সীমান্তহত্যা বন্ধ, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
আজ ৩ জুন, বৃহস্পতিবার বেলা ১২ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গোলাম মাহমুদ ভূঁইয়া মানিকের সভাপতিত্বে, সৈয়দ মুহাম্মদ আবু আজম ও আবু নাসের মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় যুব কনভেনশনে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনার প্রতিষ্ঠাতা সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ।
তিনি বলেন, বাজেট বাস্তব সম্মত নয়, কাল্পনিক আখ্যায়িত করে বলেন এ বাজেট বাস্তবায়ন যোগ্য নয়। এতে সমস্যার কিছুটা স্বীকৃতি আছে, কিন্তু সমাধান নাই। মূল্যস্ফীতি কমানোর সুস্পষ্ট বিশ্লেষণ নাই। বাজেটে ঘাটতির পরিমাণ এডিপি বরাদ্দের বেশি। বাজেটে প্রায় ২ লাখ ৬২ হাজার কোটি টাকা ঘাটতি রয়েছে। যা দৃশ্যমান, মূল্যস্ফীতির কমানোর কার্যকর কোন সমাধান নেই। জনগণের উপর চাপ বাড়বে। বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বারংবার বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। শিক্ষাখাতের প্রতি এবারও অবহেলা লক্ষণীয়। প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে মোট বরাদ্দ জিডিপির তুলনায় ১ দশমিক ৭৬ শতাংশ । কাগজের দাম তো বৃদ্ধি আছেই, তার সাথে বাড়বে কলমের দাম। অন্যদিকে, বাজেটের আকার তথা ব্যয় বাড়ানো হয়েছে। সে অনুপাতে রাজস্ব বাড়বে না। ফলে সরকারের ব্যাংক ঋণ বাড়বে। বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার সঠিক কোন পদক্ষেপ নেই।
যুব কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জননেতা এডভোকেট এম আবু নাসের তালুকদার, সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, শাইখ আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আলক্বাদেরী, মাইজভান্ডার দরবার শরীফের পীর সৈয়দ শহীদ উদ্দীন আহমদ আল হাসানি আল মাইজভান্ডারি, এম সোলায়মান ফরিদ,
এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, মাসুদুল ইসলাম বাচ্চু, মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন কাদেরী, মাওলানা আবদুল মোস্তফা রাহিম আযহারী, মাওলানা মোস্তাক আহমদ আল ওয়ায়েসি, এডভোকেট হেলাল উদ্দিন, মাওলানা ফেরদৌসুল আলম, মুহাম্মদ আলি হোসাইন, মাওলানা আহমদ আলি হেলালী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি সাইফুদ্দিন আহমদ। আরও বক্তব্য রাখেন মাসুদুল আলম মাসুদ, শাইল আবদুল মোস্তফা রাহীম আল আজহারী, শাইখ জয়নুল আবেদীন, এডভোকেট হেলাল উদ্দিন, মুহাম্মদ আবদুল হাকিম, অধ্যক্ষ ফেরদৌস আমল কাদেরী, অধ্যক্ষ আহমদ আলী হেলালি, মোহাম্মদ আলী হুসাইন, মনিরুল ইসলাম আশরাফি, হাজী মোহাম্মদ রুবেল হোসেন, কলামিস্ট গাজী জাহাঙ্গীর আলম জাবির প্রমূখ।
ক্যাপসন: বাংলাদেশ ইসলামী যুবসেনার জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics