Daily Frontier News
Daily Frontier News

সুবর্ণচর মেট্রোতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স মরনোত্তর বীমার চেক হস্তান্তর, মিলাদ ও দোয়া মাহফিল

 

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

 

নোয়াখালী সুবর্ণচর মেট্রো ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানী ‘সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডে’র মরনোত্তর বীমার চেক হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে কোম্পানির উপজেলা মেট্রো অফিস কক্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহক মরহুম নুর করিমের মৃত্যুতে তার নমিনীর আবেদনের ৬ দিনের মধ্যে নমিনীর হাতে এক লক্ষ বিশ হাজার টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয়।

ইউনিট ম্যানেজার আলী হোসেন শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির এ.জি.এম মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, কোম্পানির বি.এম ইমাম হোসাইন, বি এম জসিম উদ্দিন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, হারিছ চৌধুরী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুর উদ্দিন শামীম, এডভোকেট জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আলমগীর,চরজুবিলী ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহিম,সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর মহিউদ্দিন, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ উল্যাহ, সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ছিদ্দিক উল্যাহ সহ সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর সুবর্ণচর মেট্রো শাখার সকল গ্রাহক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Daily Frontier News