নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদঃ-
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি
বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা নিরাপত্তা জোরদার করতঃ অনাকাঙ্খিত পরিস্থিতি
মোকাবেলা ও দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে র্যাব সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র্যাব-৯ এর আওতাধীন সিলেট বিভাগের অন্যান্য জেলাতে র্যাব-৯ এর পর্যাপ্ত টহল মোতায়েন করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অত্র
ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পাঁচটি জেলায় (সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া) নিয়মিত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। র্যাব-৯ কর্তৃক উক্ত রোবাষ্ট পেট্রোল কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে
বদ্ধপরিকর।
এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র্যাব-৯ এর সিনিয়র মিডিয়া অফিসার আফসান-আল-আলম।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics