Daily Frontier News
Daily Frontier News

সিলেট বিভাগীয় কমিশনার কাছে ছাতকের ৪ ব্যবসায়ী সংগঠনের আবেদন: ইজারা না দেওয়ার দাবি

 

ছাতক প্রতি‌নি‌ধিঃ-

সুনামগঞ্জের ছাতক পৌরসভা কার্যালয় কর্তৃক হাটবাজার ও অন্যান্য ইজারা দরপত্র বিজ্ঞপ্তির ৩টি ক্রমিকের বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে একটি লিখিত আবেদন করা হয়েছে। ছাতক পাথর ব্যবসায়ী সমিতি লি: (রেজি: নং-চট্র ১৭১৪) এর সভাপতি ফজলু মিয়া চৌধুরী, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি সামছু মিয়া, ছাতক নৌকা মালিক সমবায় সমিতি লি: এর সভাপতি ছালেক মিয়া ও ছাতকবাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি আবদুস সাত্তার সাক্ষরিত গত সোমবার এ আবেদনটি দাখিল করা হয়। এর অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় এর সচিব বাংলাদেশ সচিবালয় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর আগে ১৩ ফেব্রুয়ারি এ চার সংগঠনের প্রতিনিধিরা সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে ছাতক পৌরসভা কর্তৃক হাটবাজার ও অন্যান্য মহাল ইজারা দরপত্র বিজ্ঞপ্তি প্রসঙ্গে পৃথক আরেকটি আবেদন করেন।
দাখিলকৃত আবেদনে উল্লেখ করা হয়, গেল ৩ ফেব্রুয়ারি ছাতক পৌরসভা কার্যালয় থেকে একটি ইজারা বিজ্ঞপ্তি আহবান করা হয়েছে। এখানে ১৫টি স্থান ইজারা দেওয়ার জন্য আহবান করা হয়। কিন্তু ৯, ১০ ও ১১ নং ক্রমিকের স্থান ইজারা দিতে পারেন না। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, এইসব স্থানগুলো ইজারা দিলে ইজারাদার নদী পথে চাঁদাবাজি করে চলন্ত নৌ-যান থেকে অমানবিক অত্যাচার করে টাকা পয়সা আদায় করা হয়। ইজারা গ্রহিতা চাঁদাবাজির কারনে নদী পথে আরও অসংখ্য চাঁদা বিভিন্ন নামে বেনামে আদায় করা হয়। এর একাধিক প্রমান আছে। আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে ২০১৭ সালে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করার প্রেক্ষিতে তৎকালিন সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম জেলার সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহকারে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে ৭ নং অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী ঘাট ব্যতিরেখে নদী দিয়ে চলমান কোন নৌ-যান থেকে আইনের ব্যঘাত ঘটিয়ে কেউ যাতে টোল আদায় করতে না পারে সেই বিষয় নিশ্চিত করার জন্য তৎকালিন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়। ৯, ১০ ও ১১ ক্রমিকের স্থানগুলো ইজারা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ছাতকের চার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

Daily Frontier News