এসএম রুবেল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-
পুলিশ-জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার (০৪ নভেম্বর) সকালে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ও অন্যান্য আমন্ত্রিতদের অংশগ্রহণে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে টাউন ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে সেখানে পুলিশ সুপার ছাইদুল হাসানের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায়,বক্তব্য দেন,সংসদ সদস্য আব্দুল ওদুদ,সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাও।
পরে,কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদান রাখায় দুজনকে পুরস্কার প্রদান করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics