ওমর সিনিয়র বিভাগীয় ব্যুরোচীফ সিলেট-চট্টগ্রাম বিভাগ:-
. জেলা হবিগঞ্জে মাধবপুর উপজেলার ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ৭:৪০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৯৪/এমপি হইতে আনুমানিক ৮৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেবনগর নামক স্থান হইতে দুই জন মাদক চোরাকারবারী (১) মোঃ শামিম মৃধা (৩০), পিতাঃ মোঃ শাহ আলম মৃধা, গ্রামঃ খানজাপুর, পোষ্টঃ খানজাপুর, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল এবং (২) মোঃ শাহজাহান মিয়া (৪০),পিতাঃ মৃত তোরাব আলী, গ্রামঃ মেহেরগঞ্জ, পোষ্টঃ ধর্মঘর, থানাঃ মাধবপুর, জেলাঃ হবিগঞ্জ কে ভারতীয় গাঁজা ৫০ কেজি, সিএনজি-১টি এবং ১টি বাটন মোবাইল ফোন সহ আটক করে।
. আটককৃত মাদকদ্রব্য, সিএনজি এবং মোবাইল ফোনের সিজার মূল্য প্রায়৬,৭৬,৫০০ (ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত) টাকা।
. আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদকদ্রব্য, সিএনজি, এবং মোবইল ফোন সহ মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
. লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি(অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন,হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics