𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋,
[24 Feb 2024]
. জেলা ব্রাহ্মণবাড়িয়া ২৪শে ফেব্রুয়ারি ২০২৪খ্রিঃ তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় সংবাদ পাওয়া যায় যে, সরাইল থানাধীন ইসলামাবাদ (গোগদ) জাঙ্গারপাড়া ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে ব্রিজ এর পার্শ্বে সংঘবদ্ধ ট্রান্সমিটার চোর চক্রের ০৪ সদস্য পিডিবি’র গ্রাহকদের নিকট বসানো ট্রান্সমিটার চুরি করে ট্রান্সমিটারের ভিতরের কয়েল, ব্যবহৃত মূল্যবান ধাতব তামার ক্যাবল ও ট্রান্সমিটার এর মুল্যবান জিনিসপত্র খূলিতেছে দেখিয়া জনসাধারনের সন্দেহ হইলে তাহারা ঘটনাস্থল হইতে ১। মোঃ তারেক (২৮),পিতা- মৃত মোগল মিয়া, সাং-নিজ সরাইল থানাঃ-সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া। ২। মোঃ শিপন মিয়া (৩৮) পিতা- আবুল উদ্দিন, সাং-ধামাউড়া, থানা -সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ৩। মোঃ সাদেক মিয়া(৩৮),পিতা- মৃত চান মিয়া, সাং ঘুজিয়াখাইল, পোঃ- চাতলপাড়, থানা- নাসিরনগর, জেলা –ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে- খাটিহাতা, বিশ্বরোড আকবর মিয়ার কলোনীর ভাড়াটিয়া, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৪। মোঃ হারিছ মিয়া(৫০),পিতাঃ শওকত আলী, সাং-অরুয়াইল, ২নং ওয়ার্ড, থানাঃ-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের আটক করে।
. উক্ত সংবাদ অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমরানুল ইসলাম প্রাপ্ত হওয়ার সরাইল থানা হইতে এসআই(নিঃ)/মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল সরাইল থানাধীন ইসলামাবাদ (গোগদ) জাঙ্গারপাড়া ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে ব্রিজ এর পার্শ্বে উপস্থিত হয়ে ট্রান্সমিটার চুরির আলামত (১) ০৩টি পিতলের কানেক্টর বিশিষ্ট L.T, যাহার সাথে তামার তার সংযুক্ত, (২) ১১(এগারো)টি H.T তামার কয়েল, যাহার ওজন অনুমান ৫২ কেজি, (০৩) ০৪(চার)টি লোহার এ্যাংগেল, যাহার ওজন ৩৮ কেজি, (৪) পাইব ও বাশেঁর হুক, (৫) ০৮(আট) ইঞ্চি লম্বা একটি স্টিলের রেঞ্জ সহ আসামীদের আটক করতঃ পুলিশ হেফাজতে গ্রহন করা হয়।
. এ বিষয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ এমরানুল ইসলাম আমাদের মিডিয়া প্রতিনিধিকে জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করা প্রক্রিয়াধীন । আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করার প্রক্রিয়াধীন। সরাইল থানা এলাকার সর্বস্তরের জনগণ, সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে এভাবে সজাগ থাকলে, পুলিশের সাথে সর্বপ্রকার খারাপ কাজের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে, পরিবেশ বান্ধব আদর্শ সমাজ গড়ে উঠবে সরাইলে ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics