Daily Frontier News
Daily Frontier News

সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ী হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন

 

 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ রাকিবুর রহমান রকিবঃ-

 

ব্রাহ্মনবাড়িয়া জেলা সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ী নজির আহমেদ সাফু”র মৃত্যুর প্রতিবাদ, বিচার বিভাগীয় তদন্ত, জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন বিক্ষুদ্ধ এলাকাবাসী। সোমবার সকাল ১০ ঘটিকায় সরাইল কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিলে অংশ নেন জাসদ কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক হুসাইন আহমেদ তফসির, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হুসেন, মোজাম্মেল পাঠান, বিল্লাল হোসেন সহ এলাকাবাসী। উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাতে পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে ব্যবসায়ী নজির আহমেদ সাফু মারা যায়। সাফুর স্ত্রী এ ঘটনায় ২ জন পুলিশ অফিসারসহ ১৫ জনকে আসামী করে আদালতে ১টি হত্যা মামলা দায়ের করেন।
মৃত নজির আহমেদ উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের মোল্লাবাড়ির হাফেজ উবায়দুল্লাহ এর পুত্র ও জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির এর ছোট ভাই।
মৃত নজির আহমেদের বড় ভাই হোসাইন আহমেদ তফছির বলেন, আমার ছোট ভাই নজির আহমেদ আমাদের এলাকায় একটি বাড়ি ক্রয় করে। এর পর থেকেই স্থানীয় মেম্বার মোশাহেদ উল্লাহর যোগসাজসে এলাকার একটি কুচক্রী মহলের সাথে আমার ভাই এর বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গতরাত ৯ টা ৪৫ মিনিটের দিকে একই এলাকার প্রতিপক্ষ হেলাল মিয়ার পুত্র জুম্মান মিয়া (৩৫) আকর্ষিকভাবে নজির আহমেদ এর বাড়ির একটি কক্ষে ঢুকে এ সময় এলাকার লোকজন ও স্থানীয় মসজিদের মুসল্লিরা ঐ বাড়িতে এসে জড়ো হয়। এরই ফাঁকে সরাইল থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঐ বাড়িতে এসে জুম্মান মিয়াসহ আমার ছোট ভাই নজির আহমেদকে থানায় নিয়ে যান।

মোঃ রাকিবুর

Daily Frontier News