Daily Frontier News
Daily Frontier News

শ্রীপুর পৌরসভার বাজেট ঘোষণা

 

এস.এম দুর্জয়:

 

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত এবং ২০২৩-২০২৪ অর্থবছরে ১১৭কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ৪শত ৬টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার(২০জুন) দুপুরে পৌরসভার কার্যালয় হল রুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সঞ্চালনায় প্রস্তাবিত আয়-ব্যয়ের বাজেট ঘোষণা করেন,পৌরসভার বার বার নির্বাচিত সফল ও জনপ্রিয় মেয়র আলহাজ্ব মোঃআনিছুর রহমান।এসময় মেয়র বলেন,এ বাজেটে রাস্তাঘাট,পানি,বিদ্যুৎ লাইন,ড্রেনেজ নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই বাজেট ঘোষণা করা হয়েছে।তাই সঠিক সময়ে পৌরকর পরিশোধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।পৌরবাসীর সার্বিক সহযোগীতায় শ্রীপুর পৌরসভাকে তিনি একটি যুগোপযোগি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব মো: আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো:তরিকুল ইসলাম।এসময়ে আরো উপস্থিত পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর,প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো:আমজাদ হোসেন বি.এ,পৌর কাউন্সিলর আলহাজ্ব মোঃকামরুজ্জামান মন্ডল, আলহাজ্ব মোঃরমিজ উদ্দিন, আলহাজ্ব আলী আজগর বি.কম,হাজী কামাল হোসেন,সাহিদ সরকার, আহমাদুল কবীর মন্ডল,মাসুদ প্রধান,সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম,মমিনা বেগম,আফরোজা ইয়াসমিন,হিসাব রক্ষণ কর্মকর্তা আ:কুদ্দুস হাওলাদার সহ আরো উপস্থিত ছিলেন,পৌর নির্বাহী প্রকৌশলী শাহেদ আকতার,পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারী,সকল ওয়ার্ড কাউন্সিলর, মুক্তিযোদ্ধা,শিক্ষক,সুশীল সমাজের নাগরিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Daily Frontier News