Daily Frontier News
Daily Frontier News

শেষ হয়েছে খাজাঞ্চি গনাইঘর-নোয়াপাড়া রাস্তার মাটি ভরাটের কাজ

 

বিশ্বনাথ প্রতিনিধি মো: ছালেক উদ্দিন

 

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর থেকে নোয়াপাড়া গ্রামের রাস্তার মুখ পর্যন্ত প্রায় ২৬শ ফুট রাস্তার মাটি ভরাটের কাজ শেষ হয়েছে।

খাজাঞ্চি ইউনিয়নের ১,২ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার(সংরক্ষিত) ফুলমালা বেগমের মাধ্যমে প্রাপ্ত ইউনিয়নের বরাদ্দকৃত ২লক্ষ টাকার অনুদান ও ফুলমালা বেগমের ব্যাক্তিগত নগদ ২০হাজার টাকায় এই মাটি ভরাটের কাজ শেষ করা হয়।

ফুলমালা বেগম জানান,দীর্ঘদিন থেকে ২নং ওয়ার্ডে মেম্বার না থাকায় উন্নয়ন থেকে বঞ্চিত এই ওয়ার্ডের মানুষ।তারা তাদের প্রাপ্য পাচ্ছে না।আমি যা পাই তা তিনটি ওয়ার্ডে বন্টন করে দিতে হয়। এই ২লক্ষ টাকার বরাদ্দ দিয়ে রাস্তাটির কাজ শেষ করতে না পারায় ব্যাক্তিগতভাবে আরো বিশ হাজার টাকা দিয়ে কাজ শেষ করেছি।এই রাস্তাটির কাজ ভবিষ্যতে অব্যাহত রাখব ও আমার নির্বাচিত এরিয়ার মধ্যে সাধ্যমতো উন্নয়ন করে যাব।তাছাড়াও সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।

ইউনিয়ন সুত্রে জানা যায়, কাজের জন্য কাবিটা প্রকল্পের আওতায় ফুলমালা বেগমকে ২লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

এলাকবাসী বলছেন, অতীতে অনেক জনপ্রতিনিধিরা এসেছেন কিন্তু এরকম উচু করে মাটি ভরাটের কাজ দেখেননি।তাদের প্রত্যাশা তিনি যেন এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখেন।মহিলা মেম্বার হয়ে এই কাজ করায় প্রশংসায় ভাসছেন সকল শ্রেণি-পেশার মানুষের কাছে।

Daily Frontier News