Daily Frontier News
Daily Frontier News

শিশু প্রীতি উরাং এর অস্বাভাবিক মৃত্যুতে প্রতিবাদী মানববন্ধন

 

লিটন মুন্ডা, চুনারুঘাট প্রতিনিধিঃ-

হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলার চান্দঁপুর চা বাগানের শিশু গৃহকর্মী প্রীতি উরাং(১৫) এর অস্বাভাবিক মৃত্যুতে ১৫’ই ফেব্রুয়ারি বিকাল ৪:০০ ঘটিকার সময় বেসরকারি সংস্থা শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা ব্রেকিং দ্য সাইলেন্স ও অক্সফ্যাম এর উদ্দ্যোগে দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি দাবীর জন্য মানববন্ধন সভা আয়োজন করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন চা শ্রমিক সন্তান প্রীতি উরাং(১৫) পরিবারের অভাব অনটনের জন্য ঢাকা মোহাম্মদপুর শাজাহান রোডে দ্য ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক আসফাকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজে নিয়োজিত ছিলেন। গত ৬’ই ফেব্রুয়ারি গৃহকর্মী প্রীতি উরাং দ্য ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক’ র বাসায় ৮ম তলা থেকে পড়ে মারা যায়। ৬ মাস পূর্বেই একই অবস্থায় বাসার ৮ম তলা থেকে আরেক গৃহকর্মী পড়ে মারা যায় বলেও উল্লেখ করা হয় । এ থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে গৃহকর্মী প্রীতি উরাং এর মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়। বাংলাদেশ পুলিশ ও ঢাকা মোহাম্মাদপুর থানা প্রশাসন গৃহকর্মীর হত্যাকারী নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীকে দ্রুত গ্রেফতার করার জন্য ধন্যবাদ জানান। আমরা শিশুদের নিয়ে কাজ করব। শিশুদের গৃহকর্মী হিসেবে কাজে না নেওয়া। এভাবে অল্প বয়সে যেন আর কোন শিশু প্রাণহানি না হয়। প্রীতি উরাং এর পিতা মাতা তারা ঢাকাতে অবস্থান করে হাই কোর্টের মাধ্যমে মামলা করেছে। তারা পিতা মাতা কান্নায় জর্জরিত আজাহারি দেখে ঢাকাতে অবস্থানরত সাধারণ মানবিক মানুষ সবাই এগিয়ে এসেছে।

বক্তারা আরও বলেন গৃহকর্মী প্রীতি উরাং মামলা মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আমরা পারবো এর সভাপতি – সন্ধ্যা রানী ভৌমিক, লস্করপুর ভ্যালির সম্ভাব্য ভ্যালি সভাপতি – উজ্জ্বল দাস পাইনকা, সাংবাদিক বাবলু তন্তুবায় দীপ, সাংবাদিক লিটন জাগ্রত নারী কিশোরী সংগঠনের সেক্রেটারি – মেরিনা আক্তার, পদ্মা বাউরী, সুকুসারী তাঁতী,উষা কর্মকার, সুমিতা রাজবংশী, সুমি ভৌমিক, নমিতা পাল মেডিকেল কর্মরত স্টাফ – বিচিত্র কর্মকার, প্রমূখ উপস্থিত ছিলেন।

আমরা পারবো সংগঠনের সভাপতি সন্ধ্যা রানী ভৌমিক বলেন, ” আমাদের দাবি প্রীতি উরাং এর মৃত্যুর বিচার চাই। মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে অপরাধীর উপযুক্ত শাস্তি,,

Daily Frontier News