Daily Frontier News
Daily Frontier News

শিশু কানন স্কুলে চুরি ঘটনায় ২ চোর সহ ৩ জন গ্রেফতার

 

সুজিত কুমার চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে শিশু কানন স্কুলের ফ্যান চুরির ঘটনায় ২ জন চোর ও চোরাইমাল ক্রয় বিক্রয়কারী সহ ৩ জনকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
গত রবিবার ১৮ মে শিশু কানন স্কুলের পিয়ন আশুরাইল গ্রামের রোকিয়া বেগম পিতাঃ খেলু মিয়া সকাল ৮.৩০ টার সময় স্কুলে এসে বিভিন্ন কক্ষে তালা ভাঙা দেখতে পেয়ে প্রধান শিক্ষককে ফোন করে জানান। প্রধান শিক্ষক ছাদিকা আশ্রাব (৪০) এসে দেখতে পায় বিভিন্ন কক্ষের তালা ভাঙিয়ে ৭টি সিলিং ফ্যান চুরি হয়েছে । এ ব্যাপারে প্রধান শিক্ষক সাদিকা আশ্রাব বাদী হয়ে ১৯ /০৫/২৫ খ্রিঃ থানার মামলা দায়ের করেন।
নাসিরনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে শিশু কানন স্কুলের ফ্যান চুরির ঘটনায় বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের নাসির মিয়ার ছেলে ১। মোঃ ফরহাদ প্রঃ জীবন (২৪), গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের জামাল খাঁর ছেলে ২। মোঃ শিপন মিয়া (২৫) কে গ্রেফতার করে। আসামীদের জবানবন্দীতে চোরাইমাল ক্রয় বিক্রয়কারী ফান্দাউক ইউনিয়নের পশ্চিম পাড়া ১নং ওয়ার্ডের খুরশেদ আলী ছেলে ৩। মোঃ আজিজুল হক প্রঃ নসুল (৪০) নিকট থেকে সিলিং ফ্যানের পাখা উদ্ধার সহ গ্রেফতার করে ৩ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Daily Frontier News