Daily Frontier News
Daily Frontier News

শিবপুর সাধারচরে সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে তারেক ও সুমন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ-

নরসিংদী শিবপুর উপজেলার সাধার চর ইউনিয়নে সুরুজ মিয়া ( ৫৫ ) কে মারধরের অভিযোগে সাধারচর ইউনিয়নের সৈয়দেরখোলা গ্রামের ম্যান রোড থেকে আজ ১০ ফেব্রুয়ারি বাদ আসর তারেক ও সুমনকে গ্রেফতার করেছে শিবপুর থানা পুলিশ । জানা যায় কাঁচামাল ব্যবসায়ী সুরজ কে পিটিয়ে রক্তাক্ত জখম করেন তারেক ও সমান গং । এ এ বিষয়ে সুরুজ মিয়া বাদী হয়ে শিবপুর মডেল থানা একটি অভিযোগ দায়ের করেন
অভিযোগটি আমলে নিয়ে শিবপুর মডেল থানা পুলিশ তারেক ও সুমনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান । জানা যায় তারেক ও সুমনের বিরুদ্ধে শিবপুর থানা ও আদালতে একাধিক ডাকাতি, ছিনতাই, মাদকের মামলা রয়েছে ।

Daily Frontier News