Daily Frontier News
Daily Frontier News

শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগে এমপি পদপ্রার্থী

 

 

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের পদত্যাগ করেছেন বলে জানা গেছে। গত ২রা নভেম্বর সৈয়দ
নজরুল ইসলামের স্বাক্ষরিত স্থানীয় সরকারের পত্রের মাধ্যমে জানা যায়, স্থানীয় সরকার সচিব বরাবরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিনি পদত্যাগ পত্র দাখিল করেন। পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লখ করেন। উল্লেখ্য,সৈয়দ নজরুল ইসলাম ২০১৯ সালের ২৪ শে মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন হন এবং একই সালের মে মাসের ১৯ তারিখে শপথগ্রহণ করেন। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ৪৩- ১ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানাগেছে।

Daily Frontier News