মোঃ শাহিন শওকত জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ:-
চাঁপাইনবাবগঞ্জঃনানা জটিলতার কারণে শিবগঞ্জে টিসিবির স্মার্ট কার্ড না পাওয়ায় অসহায়, গরীব ও দু:খী প্রায় ২৫হাজার কার্ডধারী পণ্য থেকে বঞ্চিত আছে। তারা অভাবের তাড়নায় রমজান মাসেও অসহায় জীবনযাপন করছে। অনেক ভুক্তভোগী নিজ নিজ ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় স্মার্ট কার্ডের জন্য ঘুরাঘুরি করে অনেক হয়রানীর শিকার হলেও কোন সমাধান মিলছে না। ভুক্তভোগীদের অভিযোগ আমরা সরকারের নির্দেশমত ঠিকমত অনলাইন করার পরও দীর্ঘদিন যাবত স্মাট কার্ড না পাওয়ায় অসহায় জীবনযাপন করছি। শিবগঞ্জ উপজেলা পরিষদ অফিস সূত্রে জানা গেছে উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ৪৫ হাজার ৪২০টি টিসিবির কার্ড বরাদ্দ হয়েছিল। সে মোতাবেক পণ্য পেয়ে আসছিল। কিন্তু সাম্প্রতিক কালে প্রতিটি কার্ড অনলাইন করার নির্দেশ আসলে তা অনলাইন করা হয়। অনলাইনের পর এ পর্যন্ত ২০ হাজর ৩৫২টি স্মার্ট কার্ড এসেছে। বাকীগুলো এখন পর্যন্ত আসেনি। সূত্র্্রমতে শিবগঞ্জ পৌরসভার ৩৪২৯জন কার্ডধারীর মধ্যে স্মার্ট কার্ড পেয়েছে ১২১৩জন, ভুক্তভোগীর সংখ্যা ২২১৬জন। একই ভাবে শাহাবাজপুর ইউনিয়নে স্মার্ট কার্ড পেয়েছে ৪১১৫ জনের মধ্যে ১৮৭২ জন, দাইপুখুরিয়া ইউনিয়নে ৩০৯১ জনের মধ্যে ১১৮৪জন,মোবারকপুর ইউনিয়নে ২৩০০জনের মধ্যে ১১০০জন,চককীর্ত্তি ইউনিয়নে ২৮৬২জনের মধ্যে ১০৬৭জন,কানসাট ইউনিয়নের ৩০৯২জনের মধ্যে ১১৮৫জন,শ্যামপুর ইউনিয়নে ৩৪০০জনের মধ্যে ১২০০জন,বিনোদপুর ইউনিয়নে ৩২০৯ জনের মধ্যে ২৪০৮জন,দূর্লভপুর ইউনিয়নে ৪২৭২জনের মধ্যে ১৪৩০জন,মনাকষা ইউনিয়নে ৪১২৯জনের মধ্যে ৩২৫২জন, পাঁকা ইউনিয়নে ১৬৮১জনের মধ্যে ৫৯৯জন, ঘোাড়াপাখিয়া ইউনিয়নে ১৩০৪জনের মধ্যে ৪১১জন,ধাইনগর ইউনিয়নে ৩০২৯জনের মধ্যে ১২৩২জন, নয়ালাভঙ্গাা ইউনিয়নে ৩২৫৯জনের মধ্যে ১৬৩৮জন,ছত্রাজিতপুর ইউনিয়নে ১৫৭৩ জনের মধ্যে পেয়েছে ৪৭৯জন। । স্মার্ট কার্ড না পাওয়া ভুক্তভোগীদের সংখ্যা হলো শাহাবাজপুরে ২৯০২জন,দাইপুখুরিয়ায় ২৯০৭জন,মোবাারকপুরে ২২০০জন,চককীর্ত্তিতে ১৭৯৫ জন,কানসাটে ১৯০৭জন,শ্যামপুরে ২২০০জন বিনোদপুরে ৮০১জন,দূর্লভপুরে ২৮৪২জন, মনাকষাতে ৮৭৭জন,পাঁকাতে ১০৮২জন ঘোড়াপাখিয়ায় ৮৯৩জন নয়ালাভাঙ্গাতে ১৬২১জন,ধাইনগরে ১৭৯৭জন ও ছত্রাজিতপুরে ১০৯৪জন। তবে উজিরপুর ইউনিয়নের তথ্য জানা সম্ভব হয়নি। সরজমিনে ঘুরে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে তারা গরীব মানুষ,টিসিবির পণ্য দামে কম পেতাম। তাই আমাদের জন্য খুব ভাল হতো। কিন্তু কয়েকমাস থেকে আমরা টিসিবির পণ্য না পেয়ে কষ্টে জীবনযাপন করছি। ইউপি চেয়ারম্যানগণ জানান, অনলাইন করা হয়েছে সবার জন্য। যখন যেগুলি আসছে সেগুলি বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলি জানান. অনলাইনের কাজটি সরাসরি ঢাকা থেকে হয়। সেহেতু আমাদের করার কিছু নেই। তবে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড আসছে যে গুলি বিতরণ করা হচ্ছে। আশা করি খুব শীঘ্রই বাকীগুলো চলে আসবে।#
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics