শাহিন শওকত চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ।
৩১ই মার্চ (সোমবার) শাহবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয়ে জামায়াতে ইসলামী শাহবাজপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাজপুর ইউনিয়ন শাখার আমীর অধ্যাপক মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা বাবুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, শিবগঞ্জ উপজেলা কর্মপরিষদের সদস্য রবিউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও শাহবাজপুর ইউনিয়ন শাখার সাবেক আমীর অধ্যাপক আব্দুল মকিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সাবেক সভাপতি জুলফিকার আলি আশিক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি বায়জিদ গোস্তামী, সেক্রেটারি ইউসুফ আলিসহ অন্যান্যরা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, জুলুম নির্যাতনের দীর্ঘ পথ মাড়িয়ে বাংলাদেশের এই সবুজ জমিনে আমরা ঈদ উদযাপন করতে পারছি। ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর জুলুমের শেষ সীমানা অতিক্রম করেছিল তার জায়গা বাংলাদেশে হইনি। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করার জন্য আমাদের জান ও মালের মাধ্যমে চেষ্টা করতে বলেছেন। সুতরাং হুকুম দেওয়ার একমাত্র হকদার কেবল মহান আল্লাহ তা`আলা। যতদিন সেই হুকুম অমাদের দেশে কায়েম না হচ্ছে ততোদিন সত্যিকারভাবে ঈদ অর্থহীন। দেশে বৈষম্য থাকবেনা সকল ক্ষেত্রে নাগরিক সমান অধিকার প্রাপ্য হবে যা হবে বৈষম্যহীন সোনার বাংলাদেশ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics