Daily Frontier News
Daily Frontier News

শনিবার থেকে শুরু ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

 

নিজস্ব প্রতিনিধি আনোয়ার হোসেন

 

বিভিন্ন স্থানে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলে। এছাড়া আজ থেকে ৪ জুন পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা খুঁজে খুঁজে বাদ পড়া শিশুদের ক্যাপসুল খাওয়াবেন। এ দিন ১১ মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের খাওয়ানো হয় লাল রঙের ক্যাপসুল এবং ছয় থেকে ১১ মাস পর্যন্ত শিশুদের খাওয়ানো হয় নীল ক্যাপসুল।

 

ঢাকার কামরাঙ্গীরচরে সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হাজী নুরে আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সূর্যের হাসি ক্লিনিক এর স্বাস্থ্যসেবা কর্মী মেরীন সুলতানা, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন, সহকারী মোঃ সুলতান মাহমুদ প্রমুখ।

হযরত নগর ঝাউলাহাটি এলাকায় বড় মসজিদের সামনে মেহেদী ফার্মেসীতে শনিবার সকাল ৮টায় শিশুদের ভিটামন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয় এবং বিকাল ৪ টা পর্যন্ত চলে এ ক্যাম্পেইন কেন্দ্রটিতে প্রায় দুই হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খওয়ানো হয়েছে।

Daily Frontier News