মুহাম্মদ আমির উদ্দিন কাশেম জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাধীন শরীফপুর ইউনিয়নের প্রাচিনতম দ্বীনি বিদ্যাপিঠ লালারচক দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন জেলার প্রতিযথশা আলেমে দ্বীন মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসার শাইখুল হাদিস ও প্রধান মুফতি মাওলানা মুফতি আশরাফুল হক্ব দা.বা.।
আজ বৃহস্পতিবার (১০এপ্রিল) বাদ জুহর মাদ্রাসা মিলনায়তনে কমিটির সিনিয়র দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিয়োগ পত্র প্রদানের মাধ্যমে নবনিযুক্ত মুহতামিম সাহেবকে দায়িত্ব হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি হাজী রইসুল হক ( সাবেক মেম্বার) পরিচালনা কমিটির সেক্রেটারি জনাব মোঃ মোশাহিদ আলী কার্যনির্বাহি কমিটির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন কার্যনির্বাহি কমিটির সেক্রেটারি জনাব আজিজুল হক দুরুদ (বর্তমান মেম্বার) ক্যাশিয়ার
হাজী ফারুক মিয়া,কমিটির অন্যতম সদস্য ডাঃ লুৎফুর রহমান,সদস্য মোঃ শাহিন আহমদ এছাড়াও উপস্হিত ছিলেন জনাব মোঃ মকবুল আলী, মোঃ মুমিন আলী, হাফিয ফয়যুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য যে,গত ০৫-০৪ ২০২৫ ইংরেজি শনিবার উক্ত মাদ্রাসার পরিচালনা কমিটি ও কার্যনির্বাহি কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সর্বসম্মতিক্রমে লালারচক দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম পদে মাওলানা মুফতি আশরাফুল হক দা.বা কে নিয়োগ দেওয়া হয়।
শাইখুল হাদিস মুফতি আশরাফুল হক একনাগাড়ে চৌদ্দ বৎসর সিলেটের প্রাচিনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেউলগ্রাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতি হিসাবে দায়িত্ব পালন করেন।এ ছাড়াও মৌলভীবাজারের জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় বুখারি শরীফের দারস প্রদান করেন,শায়খে কৌড়িয়া রহ. এর জামাতা মাওলাা সালেহ আহমদ পরিচালিত রানাপিং মাদ্রাসায় বুখারি ২য় খন্ডের দারস প্রদান করেন, দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হিসাবে দায়িত্ব পালন করেন। একজন অভিজ্ঞ,চতুর্মূখী আলেমে দ্বীনকে মুহতামিম পদে নিযুক্ত করায় বিজ্ঞ কমিটির প্রশংসায় পঞ্চমুখ সচেতন মহল।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics