Daily Frontier News
Daily Frontier News

লামায় পার্বত্য বীর পত্নি মেহ্লাপ্রু দেড় হাজার শীতার্তের হাতে কম্বল তোলে দিলেন

 

 

মোঃ রাসেল চৌধুরী লামা – আলীকদম প্রতিনিধি।।

 

লামায় সফরে এসে দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহধর্মিণী মিসেস মেহ্লাপ্রু। ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে লামা পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিসেস মেহ্লাপ্রু বলেন, সরকার সবসময় প্রান্তিক মানুষের প্রয়োজনকে সর্বাগ্রে গুরুত্ব দেন। দীর্ঘক্ষন বসে নেতাদের বক্তব্য শ্রবনের ফলে, উপস্থিত জনতার কাছে ক্ষমা চেয়ে নেন মিসেস মেহ্লাপ্রু। তিঁনি বলেন “মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ থেকে এসব শীত বস্ত্র প্রদান করা হচ্ছে। মানুষ ও এলাকার উন্নয়নে তিঁনি চলমান নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। লামা পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ভূয়সী প্রশংসা করে মেহ্লাপ্রু বলেন, “বান্দরবানে দু’টি পৌরসভার মধ্যে লামা পৌরসভা ও মেয়র দু’টাই সেরা।” তিনি আরো বলেন, প্রধান মন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। ১৯৯১ সাল থেকে বান্দরবানের রাজনীতিতে নৌকার সমর্থকসহ সাধারণ মানুষের ভালোবাসায় আপনাদের ভাই, সন্তান, নেতা বীর বাহাদুর এর পাশে থেকেছেন; আপনাদের প্রতি কৃতজ্ঞতা শেষ করা যাবে না। সংক্ষিপ্ত কথায় রোমিও বাহাদুর বলেন, “আজ বাবার জন্মদিন, সবাই আশির্বাদ করবেন।”
লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, নারী নেত্রী ফাতেমা পারুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, রুমিও বাহাদুর প্রমূখ। আওয়ামীলীগের উদীয়মান তরুণ নেতা প্রদীপ কান্তি দাশ এর সঞ্চালনায় সভায় স্বাগতিক বক্তব্য দেন পৌ আওয়ামীলীগের সভাপতি ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিক। বক্তারা বলেন, এলাকা ও মানুষের উন্নয়ন, মানবতা, শিক্ষাসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার সর্বগুণের সংশ্লেষে একটি নাম বীর বাহাদুর উশৈসিং। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসন্ন জাতীয় নির্বাচনে আবারো মানুষের প্রিয় নেতা বীর বাহাদুরকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

Daily Frontier News