নিজস্ব প্রতিনিধি, মোঃ আনোয়ার হোসেন:-
শুক্রবার (২৮ মার্চ) রাতে রাজধানীর বংশাল থানায় এশিয়ান টেলিভিশনের রিপোর্টার (ডিজিটাল মিডিয়া) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
শফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে গুলিস্তানের ফুলবাড়িয়ায় তাজ আনন্দ পরিবহন সার্ভিসের (ঢাকা মেট্রো-ব ১৫ ৩৮৭২) গাড়ি গায়ের ওপর চাপিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ করলে আমাদের উপর অতর্কিত হামলা চালায় পরিবহনটির স্টাফরা
এ ঘটনায় তাজ আনন্দ পরিবহনের হেলপার পলাশ ও চালক ঠান্ডুসহ ৬ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে, একজন আটক আছে।
এদিকে সাংবাদিক শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ সহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics